নিঃশ্ব করে পাঠিয়ে দিলে
নিঃশ্ব করেই নেবে তুলে
শূণ্যহাতে আসা যাওয়া
অধম আমি যাই ভুলে।।
বিপদ আমি তারে বলি
যখন প্রভু তোমায় ভুলি
পরম আশ্রয়, শুধুই তুমি
দাও ঠাঁই চরণ তলে।।
ধনে-জনে নেই সুখ
বিষয়-বিষে শুধুই দুখ
আমার বলে জড়িয়ে আছি
মিথ্যা সব মায়ার জালে।।
তোমার নাম দিব্য অনন্ত
নামের সুধায় পরমানন্দ
হরি কথাই সম্বল আমার
ভব নদীর কূলে-কূলে।