পাখির ডানার মত তব ভালোবাসা
দুঃখে ভরা ধরা ধামে বাঁচবার আশা।
মধুর চেয়ে মধুর তোমার কথা
যতনে হৃদয় মাঝে  রয়েছে গাঁথা।।

তবু যদি ভুল পথে কখনো হারাই
হে প্রাণোনাথ কানাই
দেখাইও আলোর দিশা।।

পাখির ডানার মত তব ভালোবাসা
দুঃখে ভরা ধরা ধামে বাঁচবার আশা।
মায়ার সাগরে,এ দেহ তরী ভাসিয়ে
খুঁজেতো পাইনা কূল তোমাই হারিয়ে।

মোহ মায়া সব ভুলে তোমাকেই চাই
হে প্রাণোনাথ কানাই
দূর করো সব তমসা।।
পাখির ডানার মত তব ভালোবাসা
দুঃখে ভরা ধরা ধামে বাঁচবার আশা।