🌿
কামে মহে সদা ভুলি তোমার ভজনা
ভ্রান্ত পথে মিছে ছুটি মিটাতে বাসনা।।

মৃন্ময় এই ধরাতে কিছু নিত্য নয়;
মৃত্যুর মিছিলে ভবে, সবি ব্যাথাময়।।

ক্ষণিকের তরে জানি- জনম প্রতিটি
মায়াধিন রয়ে গেলে আসে যে দুর্গতি।।

তোমার অধীন হলে, জীবে পায় মুক্তি
ত্রিতাপ যাতনা হতে মেলে ভবে স্বস্তি।।

কৃপা করে দাও ভক্তি হে অন্তরতম-
তব প্রেম বিনা-বৃথা, মানব-জনম।।
🌿