একটি পাখি বেজাই খুসি
ফুলের সৌরভ নিয়ে
ফুল গুলোও আনন্দিত
মৌটুসিকে পেয়ে।
ফুলে ফুলে মধু খেয়ে
মৌটুসি গান করে
গানের তালে, ফুলগুলো সব
দুলে নৃত্য করে।
এমনি করেই দিন চলে যায়
কাটে সুখের মুহূর্ত
গল্প গুযোব সবি চলে
সুখ প্রাণে মূর্ত।
সুখের পরে দুঃখ আসে
দুখের পরে সুখ
তাতেই সময়, জীবন-প্রবাহ
সদাই থাকে উন্মুখ।
ফুলগুলো সব আয়ু-ক্ষয়ে
পড়বে ঝরে যখন
পাখির কাছে সজল নয়নে
চাইলো বিদায় তখন।
বললো পাখি হে ভগবান
কেন এ বিধান,
জন্ম দিলেও অমরত্ব তুমি
করনা কেন দান!
মরণ সে-তো চিরো বিচ্ছেদ
হবেনা আর দেখা,
ভালো থেকো ওপারেতে
তোমরা প্রাণের সখা।
২৬.১০.২০১৯