দিনের শেষে হয়, রাতের শুরু
আর স্বার্থ শেষে পরিবর্তনের শুরু
বদলে যাওয়া মানুষ গুলো
কেন এত ভয়ংকর হয়?
অনেক বেশী কষ্ট পাই
মুখ আর মুখোশের অতলে
হতাশায় ভুগি।
অবহেলায় শূন্যতা বাড়ে
অসহায় জীবন যাপনে-
সে অসহায়ত্ব
কাউকে বুঝানো যায় না
সে যন্ত্রণা কাউকে বলা যায় না
সে দূরত্ব সহ্য করা যায় না ।।