দুদিনের খেলাঘর
ক্ষণিকের এই জীবন...
সব বাঁধন ছিন্ন হবে
আসলে...রে, মরণ ।।
বাঁচার তরে কত সংগ্রাম
জন্ম হতেই চলে
তবু শমন সামনে আসে
যাবার ক্ষণ এলে......
পরে রয় সাধের সংসার-
সুখ বাসনার স্বপন....
দুদিনের খেলাঘর
ক্ষণিকের এই জীবন.........
তুমি-আমি--
............সবাই যাবো
কেউ রবোনা ভবে.....
হয়তো নিয়তি; সবার আগে
আমায় তুলে নেবে....।
জন্ম-মৃত্যু বিধির হাতে
নিত্য সর্বক্ষণ....
সব বাঁধন ছিন্ন হবে
আসলেরে মরণ
দুদিনের খেলাঘর
ক্ষণিকের এই-জীবন......।।
ফেব্রুয়ারী ২৭/১৮
চৌহালী,সিরাজগঞ্জ।।