ভবো নদী অনাআসে
সেই তো পার হয়
যার হৃদয়ে কৃষ্ণ প্রেম
ভক্তি শ্রদ্ধা রয়।

বলো হরি হরি বোল
বলো হরি হরি বোল।

ভক্তের চেয়ে প্রিয় গোবিন্দের
আরতো কিছু নাই
ভক্তিডোরে বাঁধা পরে
ঠাকুরও কানাই।।

বলো হরি হরি বোল
বলো হরি হরি বোল।

মনতুলসী ভক্তি ভরে
দিলে কৃষ্ণের চরণে
পরম শান্তি পারিরে তুই
জীবনে মরণে।।

বলো হরি হরি বোল
বলো হরি হরি বোল।।