রিমঝিম ঝিম; বৃষ্টি পরে
ছন্দ তোলে প্রাণে
মনটা আমার শুধুই ছোটে
প্রিয়া তোমার পানে।।
থাকতে যদি সঙ্গে বন্ধু
এই না মধুর ক্ষণে
বৃষ্টি বিলাস হয়ে যেত
আজ দুটি মনে।।
প্রেমানন্দে মাতিয়ে মন
গেঁথে প্রেমের মালা
বর্ষণ ধারায় ভাসিয়ে দিতাম
বিরহেরও জ্বালা।।