প্রতিদিন ভাবো মন
এক দিন হবে মরণ
দেহ ছেড়ে প্রাণ গেলে
হবে বিসর্জন।।
পাপ-পুণ্য যত কর্ম
করি এই ভবে;
তার হিসাব ভগবান
এক দিন নিবে।।
মনুষ্য কুলে জন্ম নিয়ে
মনুষ্যত্ব; অর্জন না করলে-
পুশুর মত জীবন কাটিবে
মানব জন্ম, যাবে বিফলে।।