♥♥♥♥♥

ঘমটায় ঢেকেছে  বধু- দু'চোখের লাজ;
চন্দনে সেজেছি আমি, বরেরও সাজ।।

রূপে আজ এই রাত অতি মনোহর
সাজানো পালঙ্কে আঁকা স্বপ্নের বাসর।।

রজনী গন্ধার ঘ্রাণে ভরে আছে ঘর
মিলন কামেতে কাঁপে আনন্দে অন্তর।।

আজ দুই... এক হবে; এক হবে মন
ফুলের বাসরে হবে মধুর মিলন।।

স্বপ্ন আজ সত্যি হবে হাতে রেখে হাত
জীবনের উপহারে- এলো মধু রাত।
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕