প্রাণ পাখি গেলে চলে
দেহ পচে যাবে
কামনা-বাসনা, ইচ্ছা-আশা
সকলি পরে রবে...।
জন্মে ছিলাম, মাতৃক্ররে
পিতৃগৃহ আশ্রয়
মরণ হলে সব হারাবো
যাবো আমি কোথায় ।
কোথা হতে এলাম ভবে
বাঁধতে খেলাঘর,
কোন কারণে মোহ-মায়া
করলো আমায় ভর।
কে আমি! কেন জন্ম
জগত্ সংসারে;
কেন মরণ নেমে আসে-
সকল জীবের তরে।
জীবন জাপনে সঙ্গী কেন
...রোগ-শোক-দুঃখ,
কি কর্মে ত্রিতাপ খন্ডে
মেলে পরম মোক্ষ।।
29.11.19
Chowhali,Sirajgonj.