আসবে তুমি তাই প্রতীক্ষায়
প্রহর আমি গুনি
এই ভুবনে তোমায় প্রিয়া
আপন বলে জানি।
রাত্রি যায় দিন আসে
যায় বছর মাস
বিরহে ভরা হৃদয়ে বাড়ে
তোমায় পাবার আশ।
নয়ন ভাসে অশ্রু-জলে
তোমার কথা ভেবে
বিচ্ছেদ জ্বালা মুছে দিতে
আসবে বলো কবে!
বাঁজবে কবে মহন বাঁশি
প্রেমের বৃন্দাবনে
মিলবো কবে মধুর-রাসে
আমি তোমার সনে।।