কি ভাবে কি হয়ে গেলো
আপন মানুষ পর হলো।
ভালোবেসে বেঁধে ছিলাম
ছোট্ট সুখের ঘর
সেই ঘর ভেঙ্গে দিলো
দুখের এক ঝড়।
এখন আমার পৃথিবীটা
বড়ই এলোমেলো
কি ভাবে কি হয়ে গেলো
জীবন জুরে আধার এলো।
একলা থাকি একলা ঘরে
নেই পাশে তুমি
তোমাই ছাড়া বেঁচে আছি
বড় কষ্টে আমি।
কেন বিধাতা করলো এমন
কেন এমন হলো
কি ভাবে কি হয়ে গেলো
আপন মানুষ পর হলো।।