হে প্রিয় অজুন......
দেব-দেবী, মহর্ষিরাও জানেনা আমার উৎপত্তি
মহর্ষি আর দেব-দেবীদের,আমিই স্বপতি।।

আমার কোন জন্ম নেই, জেনে রাখো তুমি
সমস্থ গ্রহ লোকের মহেশ্বরও আমি।।

সর্ব ভাবের আবির্ভাব আমা হতে হয়;
জীব তার গুনাবলী, আমার থেকেই পায়।।

চতুদর্শ মনু, শনকাদি মনি ও ঋষি সাতজন
আমা হতে সৃষ্ট হয়ে প্রজা করেছে সৃজন।।

সর্ব জগতের আমিই উৎস রয়েছে যা অবস্থিত
সব কিছুই আমা হতে হয়েছে প্রবতিত।।
হে গুড়াকেশ,আমার বিভূতির অন্ত নেই কোন
তার মধ্যে প্রধান প্রধান, বিভূতি বলছি শোন।।

আমি     সমস্ত জীবের হৃদয়ে
           অবস্থিত  পরমাত্মা-

           আদিত্যদের মধ্যে বিষ্ণু আমি;
           সর্ব কর্মফলের বিধান কর্তা।।

আমি       ইন্দ্র সমুহের মধ্যে মন-

             সংহার কারীদের মধ্যে
             মহাকাল রুদ্র আমি;
             মাস সমূহের মধ্যে
             অগ্রাহায়ণ।।

আমি    অভিলাষীদের মধ্যে নীতি-

          মুনিদের মধ্যে ব্যাসদেব আমি;
          পুরোহিতদের মধ্যে
          বৃহস্পতি।।

আমি      নাগদের মধ্যে অনন্ত-

            দৈত্যদের মধ্যে প্রহ্লাদ আমি;
            সমস্ত সৃষ্ট বস্তুর মধ্যে
            আদি, মধ্য,অন্ত।।

আমি       সমস্ত অক্ষরের মধ্য আকার-

              মহর্ষিদের মধ্যে ভৃগু আমি;
              বাক্য সমূহের মধ্য ওঁকার।।

আমি       নারীদের মধ্যে কীর্তি,শ্রী,
             বাণী,স্মৃতি, মেধা,ধৃতি ও
             ক্ষমা-

             জ্ঞানবানদের মধ্যে জ্ঞান
             আমি;
             স্রষ্টাদের মধ্যে ব্রক্ষ্মা।।


আমি        অস্তিত্ব সমস্ত বস্তুর-

              হরণকারীদের মধ্যে
              সর্বগ্রাসী মৃত্যু  আমি;
              পক্ষীদের মধ্য গরুড়।।

আমি      স্থাবর বস্তু সমুহের মধ্যে
            হিমালয়-

           দেবর্ষিদের মধ্যে নারদ আমি;
           পান্ডবদের মধ্যে আমি
           ধনাঞ্জয়া।।

আমি       ছন্দ সমূহের মধ্যে গায়ত্রী-

             বলবানদের মধ্যে বল আমি;
             জয় অভিলাষীদের মধ্যে
             নীতি।।

আমি      জলাশয়ের মধ্য সাগর-

            সমস্ত বৃক্ষের মধ্যে অশ্বত্থ
            আমি;
            মৎসদের মধ্যে মকর ।।


আমি       সর্বভূতের  আদি,মধ্য ও
             অন্ত-

             নদী সমূহের মধ্যে গঙ্গা
             আমি;
             ঋতুদের মধ্যে  বসন্ত।।

আমি        পর্বত সমূহের মধ্যে সুমেরু
              পর্বত-

              গাভীদের মধ্যে কমধেনু
              আমি;
              শ্রেষ্ঠ হস্তিদের মধ্যে  
              ঐরাবত।।


আমি        জ্যোতিষ্কদের মধ্যে
              কিরণশালী সূর্য-

              দমনকারীদের মধ্যে দন্ড
              আমি;
              কবিদের মধ্যে শুক্রাচার্য।।

সর্ব ভূতের বীজ আমি শোন ধনাঞ্জয়া
আমি ছাড়া স্হাবর জঙ্গম,অস্তিত্বহীন হয়।।

শ্রী-সম্পূর্ণ, বল প্রভাবে যা ঐশ্বর্যময়
আমারি শক্তির অংশ জেনো সেই সমদয়।।

এর অধিক জ্ঞানের আর কিবা প্রয়োজন,
আমার এক অংশের দ্বারা জগৎ করেছি ধারণ ।।

♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

বিঃ দ্রঃ গীতায় দশম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ তাঁর যে বিভূতীর বর্ণনা করেছেন,তারি কিছু অংশ, কবিতায় প্রকাশ করার চেষ্টা করেছি মাত্র।।