ধরে আছি বলে,
ছেড়ে যাবো না এমন নয়
অভাবি আমি, তবে গরীব নয়।।

ভদ্র সভাব বলে
বোকা ভাবা ঠিক নয়
আমি ক্ষুদ্র তবে তুচ্ছ নয়।।