আমি পাপি পাপ করেছি
জেনে না জেনে
অনুতাপের অনলে তাই
পুড়ছি ক্ষণে ক্ষণে।
ক্ষমা করো মাপ করো
ওহে দয়াল হরি।

কষ্টে আছি ভিষণ কষ্টে
পাপের বোঝা মাথাই নিয়ে
দয়াল তুমি কৃপা করো
এ বোঝা নামিয়ে দিয়ে।
সর্ব পাপ হরো প্রভু
বলছি চরণ ধরে
ক্ষমা করো মাপ করো
ওহে দয়াল হরি।

কারো পাপ কেউ নিবে না
যার হিসাব তার কাছে
ভুল করেছি কুসঙ্গে মেতে
কুপথে চলেছি মিছে।
অপরাধ করেছি প্রভু
শাস্ত্র বাক্য ছাড়ি।
ক্ষমা করো মাপ করো
ওহে দয়াল হরি।