আমার প্রেম
             বৃক্ষ মাটি ঘাসের কণার প্রতি,

আমার প্রেম
            আকাশ নদী পাহাড়ের প্রতি,

আমার প্রেম
            মানুষ কীট-পতাঙ্গের প্রতি,

আমার প্রেম
           এই সমগ্র বিশ্বের প্রতি।।

আমি প্রেমিক
         ক্রোধ বিবাদ নাশের জন্য,
আমি প্রেমিক
         সংঘর্ষ ভর্ৎসনা ত্যাগের জন্য,
আমি প্রেমিক
          শান্তি প্রীতি করুণার জন্য।।

আমি প্রেমিক
       বিভেদ ভুলে একাত্ম বোধের জন্য,
আমি প্রেমিক
       নিঃস্বার্থ ভালোবাসার জন্য।।

রচনাকাল:২৩/১১/২০২০
চৌহালী, সিরাজগঞ্জ।।