কত কাল ধরে কত জন্ম ঘুরে
পেয়েছি মানব দেহ
তবুও বুঝিনা সুপথ খুঁজিনা
দু'চোখে আধার মোহ।।
আমিত্বে মজিয়া অহং-এ ডুবিয়া
ভুলেছি আসল কর্ম
পশুত্ব বরণে আসেনি স্বরণে
মানব জন্মের মর্ম।
অনিত্য সংসারে ক্ষণিকের তরে
চলে কত আয়োজন
কত পাপে মজে, কত সুখ খুঁজে
মেটে কত প্রয়োজন।
কাম-ক্রোধ-লোভে, কবে গেছে নিভে
মঙ্গল প্রদীপ খানি
কিসে হয় ভক্তি কিসে হবে মুক্তি
সেই পথ নাহি জানি।।
ওহে কৃপাময় ডাকছি তোমায়
কৃপা করো নিরবধি
আলোর দিশারী; দায়াল কান্ডারি
পার করো ভব নদী।।
রচনাকাল: ৩০/০৪/২০২১
চৌহালী, সিরাজগঞ্জ।।