এই যে আমি ছন্নছাড়া বাঁধন ছেঁড়া
চলছি একা নিরুদ্দেশে, কি কারণে?
লোকেরা সব পাগোল বলে; বলুক ওরা
উদাস জীবন নিত্য শেখায় এইতো ভালো
ঘরে ফেরা আর কি হবে!
এই যে আমি বাউন্ডুলে ঠিকানা বিহীন
মোহের জালে মরছি ধুকে কি কারণে ?
হৃদয় জুরে মরুভূমি মেঘ চাই কত
আকাশনীলে শুধুই খরা কষ্ট পাই শত;
আর কি হবে বৃষ্টি বিলাস আগের মত!
এই যে আমি শান্ত নিথর পাথরসম
সব হারিয়ে রিক্তহস্ত কি করণে?
অরণ্য নদী সাগর ছুঁই একাকিত্বে
হয়তো কিছু আমার আছে ওদের মাঝে
হাত বাড়ালেই আসতো যদি ফিরে!
এই যে আমি চেয়ে কিছু সংগোপনে
নিরাশায় নিমজ্জিত কি কারণে?
মনের কোনে আশার আলো হঠাৎ যদি জ্বলে
আবার দেখা যদি হয়, হারানো কোন গানে;
হবে কি মিলন, মান অভিমান ভুলে!