শিমুল ফুল ফোটেনি ডালে
ফুটেছে আমার মনে
পলাশ ফুল ঝরেনি মাটিতে
ঝরেছে আমার প্রাণে।।
ও সাথীরে, তোমার করণে
মধুময় এই ফাগুনে....
মন হয়েছে ফাগুন বাতাস
করে উরু উরু
হৃদয়ের চাওয়া গুলো
পেয়েছে যেন কল্পতরু....
স্বপ্ন গুলো ফুটেছে যেন
বসন্তের ফুল হয়ে
হৃদয়ের কথা গান হয়েছে
কোকিলের কন্ঠ ছুঁয়ে।।
ও সাথীরে, তোমার করণে
মধুময় এই ফাগুনে......
এই ফাগুন যেন, সুখের আগুন
জ্বলে হৃদয় অঙ্গনে
এই ফাগুন যেন, মিলন মোহনা
মিলেছি আমরা দুজনে
ও সাথীরে তুমি এসেছো জীবনে
মধুময় এই ফাগুনে......।।
রচনাকালঃ ১৭/০২/২০১৯