আমি পৃধিবীর তলে এসেছি মোহর নিয়ে,
নির্বাক শাস্তি জড়িয়ে রক্তের ভেতর।
প্রতিটি শ্বাসে যেন রক্ত লিপি লেখা,
দোষী আমি— জন্মেই পাপের উত্তরাধিকার।

আলো যে দিল, সেই আলোয় জ্বলে,
ছায়ার শহর, চোখে ভয়ের দেয়াল।
যেখানে জন্ম শুধু শেকল পরে আসে,
আর অধিকার লেখা হয় শর্তের কালিতে।

আমি যদি হাত বাড়াই— থেমে যায় পথ,
আমি যদি বলি— শব্দ হয়ে ওঠে অভিশাপ।
আমি যদি দেখি— আকাশ নত হয়,
আমি যদি হাসি— রাত্রি হয়ে যায় ভীত।

তবে কি মানুষ হওয়াই এক অমোঘ পাপ?
বেঁচে থাকাই কি এক আদিম অপরাধ?
যেখানে শৃঙ্খলই শেষ সত্য,
নিরাপত্তাই শেষ ন্যায়?

তবু আমি পথে দাঁড়িয়ে বলি—
ভয় নয়, ন্যায় আসুক মানুষের ঘরে।
ভাষা হোক মুক্ত, শ্বাস হোক স্পষ্ট,
জন্ম যেন না হয় এক দায়ভার!