বাতাসে ওড়ে শিমুলের তুলো,
আকাশে ভাসে রঙিন বেলুন,
সময় একদিন ফুরিয়ে গেলে,
ভেসে যাবো আমরা;
কোন এক গন্তব্যহীন যাত্রী হয়ে!

জীবন তো এক ছুটে চলা রথ,
গন্তব্য কোথায় কেউ জানে না,
স্বপ্নের বোঝা, মিথ্যের মালা
কাধেঁ নিয়ে পথিক দৌড়ায়,
অসীম দিগন্তের পানে।

কিন্তু হঠাৎ একদিন থেমে যায় ঘড়ি,
সময় বলে, 'এবার শেষ, চলো যাওয়া যাক!'
না কোনো ডাক, না কোনো সনদ,
শুধু একটুখানি শ্বাসের অপেক্ষা,
তারপর নিস্তব্ধ অন্ধকার!

তবুও মানুষ গড়তে চায় অহংকারের প্রাসাদ,
ভুলে যায় সে– ধুলোয় মিশতে হয় একদিন,
সবাইকে!

তাই আজই আয়না দেখো,
নিজেকে খোঁজো মনের ভেতর,
পাথরের মতো কঠিন হৃদয়কে
তুলোর মতো নরম করো,
অন্ধকারে হারিয়ে যাওয়ার আগে
আলো ছড়িয়ে যাও সবার মাঝে!