নীলিমায় তারা হয়ে জ্বলে স্বপ্নের হায়াৎ
অন্ধকারে কলিজা ছিঁড়ে খায় নীলকন্ঠ পাখির গান
মেঘবালিকা, তুমি তো মেঘের ওপর ওড়ো
জোছনার সাগরে ইথারের জলকেলিতে মজে আছো খুউব
পান কোরে ছাই রং রক্তের সুখ।
হতভাগা চাতক শিমুল তুলার দেশে চোখের কোনে জীবনের নোনতা স্বাদে
তহসবীর দানার মতো গোনে ভূলের মাশুল।
রাত জাগা রজনীগন্ধার মৃত সুবাস যখন বাসি হয়ে যায়
আগামী বসন্তের টাটকা ঘ্রাণে
তখন আমি ও চন্দ্রবিন্দু হয়ে যাই।
১১/০৪/১৭