মেঘবালিকা, তুমি কবিতা হয়ে উড়ে গেলে অন্যকারো আকাশে
অত:পর চশমার ফ্রেমে বাঁচিয়ে রাখা স্বপ্ন গুলো খারিচ হয়ে গেল
পলাশে শিমুলের পৃথিবীতে কৃষ্ণচূড়ার উৎসব
জীবন আদালতের তরমুজ হৃদয়ে রেখে গেল ছুঁরির আঁচড়
মোমের বুকে পোড়ে উৎকৃষ্ট অতীত।
বুকের উনুনে জড়ো হয় সাঁওতাল মেঘ
চৈত্রের আঙিনায় চোখের পাতায় নামে বৃষ্টির গান।
দাহনের বেলা শেষে ভেজা বিকেলে
যদি রঙধনু হয়ে ফিরে আসি দিগন্তের নীলে
ভেজায়ো না চালতার মতো চোখ দুটি
ভালোবাসাহীন করুণার জলে।