হাওয়ায় ওড়ে পাখির হৃদয়
মোবাইলের কী-প্যাডে রাত জেগে জেগে
বুড়ো আঙুলের ডগায় ইথারে বিলাও ভালোবাসা তোমার।
ল্যামপোষ্টের মাথায় ঝুলে থাকে নির্মোক রাত
ধবল জোছনায় খুবলে খায় দুঃস্বপ্নের কাঠ ঠোকরা
বাতাসের রঙ বদলায় কত সহজেই শরতের পাতলা মেঘের মতোই।
ঘুম ঘরে সিধ কাটে দিনলিপির পুরনো পাতা।
হিসাবের খাতা মেলে না কিছুতেই
সর্ম্পকের সমীকরণ দীর্ঘশ্বাসে ডানা ঝাপটায় বিশ্বাসের আকাশে।
আর বুকের সিন্দুকে ছুরি চালায় অতীতের একজোড়া ঘাতক চোখ।