নীল রাতে আমি আর কোনো স্বপ্ন দেখিনা
হেমন্তের ভোরের মতোই কুয়াশাময় বর্তমান
ক্রমশঃআরো গাঢ় হয় পৌষের উৎসবে।
নিওরের পায়ে ভাসে উল্টোদিন
ঝরাপাতার খসখসে শব্দে,
অগোছালো তোমার নূপুরের গান।
কুয়াশার চাদরে পতনের ধারাপাত
হলুদ বিকেলে পাতা ঝরার গুঞ্জন।
বাসমতি সন্ধ্যার পিঠে-
ক্লান্তমাঠের বুকে অতীতের অমসৃণ পথ
স্রোতের মতোই কাপছিল কোনো এক নীল জোছনায়।