পিঙ্গল দিন শেষে ক্লান্ত বিকেলে
তোমার দরজায় এসে দাড়াই
যা কিছু পাই ঘূর্ণায় অথবা করুণায়-
নীড় ফেরা পাখির ডানায় একে দিই বিষন্ন সন্ধ্যা
মেঘের দেয়ালে লেগে থাকে ছোপ ছোপ রক্তের দাগ
আকাশটা মনে হয় খাচা।
রাত গর্ভবতী হলে চোখের সমুদ্রে ঝরে শিশিরের ঘাম
অনুক্ত প্রত্যাশায় জেগে থাকে কাঠ ঠোকরা হৃদয়
পরাজিত সৈনিকের মতো
নীল নীরবতা বাতাসে বাতাসে ছড়ায়
বেদনার ডাক নাম।
# ২৯/০৮/১৬