(গুলশান হামলার শোর্কাবহতায়)
বুনো বৃষ্টিতে ভিজে যায় জংলী বিবেক
নগ্ন ভোর,অনন্ত দুপুর
আকাশের দেয়ালে ঝুলে থাকে গর্ভবতী রাত
মরা নদীতে আছড়ে পড়ে রংধনু বিকেল
পিচ ঢালা কালো পথে রক্তাক্ত মানবতার যোনিপথ
মেহেদি রঙে সাজে কবর মন
সভ্যতার বিকলঙ্গ প্রজনন।
ডালভাতের সীমানায় উড়োউড়ি করে আহত দিন
চোখের সমুদ্রে লেখাহয় জীবনের অনুবাদ
মৃত্যুর পরোয়ানা নিয়ে আসে ডিজিটাল মগজ
রক্ত ঘাম প্রতিবাদের ডাকনাম
মুছে দিয়ে বলে-
তুমি আজকের শিরোনাম।
০৩.০৭.২০১৬