মেঘলা মন শ্রাবণা অনুভূতি
অভিমানী আকাশে রোদেলা বিকেল
নীল নীল রঙ ধনু ছুয়ে যায় দিগন্ত
গাভীন মনে দো-টানা ফসলি বিবাদ
মাখন হৃদয়ে রুয়ে স্বপ্ন আবাদ
কাটেনা কিছুতেই মৌন সময়
অপেক্ষার কাল বেলা ভিজেযায় হতাশার বৃষ্টিতে।
আমিও শ্রাবণের দাড় কাক
ঊবর্শী ময়ূরীর মতো বর্ষা সঙ্গমে
যুগ যুগ ভিজে যাব মিলনের অপেক্ষায়-
কবে তুমি আসবে বলো তো?