একালের যক্ষ আমি জীবনের প্রান্তে-
প্রত্যাশার আকাশে কাদে যুবতী মেঘ বেলা অবেলায়
শরৎ কাহিনী ডেকে যায় হেমন্তের ভোরে
ভালো আছে পার্বতী ভূবণের ঘরে,সংসারে।

হলুদ বিকেলের সবুজ ফুল দেখে দেখে
কেটে যায় অলস সময় আমার
নুন ভাতের পদ্য লিখে লিখে

রাতের সরোবরে কবিতার স্নান ঘরে
আমিও করি জীবনের লেনদেন
ভালোই আছি বনলতা সেন।