তোমার চোখের নীলে অসীম শূণ্যতা
আর আমার অমসৃণ বেচে থাকা
স্মৃতির রেলিং ধরে থাকি নির্নিমিখ ঘরহীন জানালায়
সময়ের জোয়ারে সেই কবে ধ্বসে গেছে আবেগের সোনালী আবাদ
তবু মাতাল অনুভব ঊষর ভূমিতে বুনে যায় ইচ্ছের স্বপ্ন বীজ
মনে পড়ে সেই কবে-
পাশা পাশি বৃষ্টিতে ভেজা
আঙ্গুলে আঙ্গুল ধরে সর্তক পায়ে হাটা
সবই যেন আজ ধূসর অতীত
এখন একই পথ আমাদের তবু দু'টি ভিন্ন মোহনা
একই আকাশ তবু বহে ভিন্ন বাতাস।
এখন চার দেখি দুই ভবিষ্যৎ।