গ্রীষ্মের গম্ভীর আকাশ-
তাপদাহে দিনের শেষে মায়ের চোখে ক্ষুধার ইতিহাস
আমার বুকের পরে নিহত স্বপ্নের জানাযায়
বিলীন হয়ে গেছে বোধের সাহস।
ছিড়ে গেছে ইচ্ছের ঘুড়ি,উড়ে গেছে সীমাহীন আকাশে
না পাওয়ার কষ্টকে ছাপিয়ে যায় আংশিক পাওয়ার বেদনা।
বাবার চোখের নিচে অনুযোগের কালি
প্রতিনিয়ত আমি ধর্ষিত হাত বাধা কিশোরীর মতো
নিঃশব্দে গুমড়ে কাদে আমার প্রতিবাদের অশ্রু
পুজিবাদের তাবৎ আকাশে।
দীর্ঘশ্বাস ফেলি দেয়ালহীন বদ্ধঘরে
কতই সইব আর দু'মুঠো অন্নের উপহাস
আমার দু'চোখে এখন হতাশার বারুদ
সাহসের মশাল নিভে গেছে সময়ের ঝড়ে
জানো, পুথি অনুভূতি যেন কবেই স্তব্ধ হয়ে গেছে
মনে করতে পারি নে কিছুই
মন জুড়ে শুধু দ্রোহের আবাদ
কঙ্কাল হৃদয়ে এখন বাচা মরার বিবাদ।