গনতন্ত্রে ক্যানভাসে প্রদর্শিত হয় হিটলারের জলছবি
তাই বিবকের প্রচ্ছদে ভেসে ওঠে সভ্যতার কালোমুখ
পৃথিবীর জরায়ুতে পারমানবিক চাষাবাদে
পুড়ে গেছে মানবতার ফসল
বুকের আর্কাইভে জ্বলে ওঠে বসনিয়া,বহমিয়া,ফিলিস্তিন
বারুদের আকাশে তাকিয়ে থাকে বর্ষাস্নাত কোটি কোটি চোখ
মরুর বাতাসে কাদে মোনালিসা রাত
বিধ্বস্ত পূর্ণিমায় অহ-নিশি জেগে থাকে কবির কদম হৃদয়।
ফসিলের মিছিলে জেগে ওঠে তাবৎ সাহস
রক্ত বাতাসে ডাক দিয়ে যায় ইতিহাস-
কালের খাতায় লেখাহবে নিশ্চয় বারুদের পরাজয়।