বৃষ্টি ধোয়ারাত -
হয়ত তোমার ভেজা চোখ অলস ঘুমে বিভোর
অথবা ড্রিমলইটের আলোয় নিমগ্ন কবিতায়
কিম্বা নির্ঘুম ঠোটে শূণ্যতা অনুভব।
আচ্ছা! তুমি ঘুমোচ্ছো?
নাকি চোখের দীঘিতে করছো প্রণয়ের চাষ।
আমি তো বৃষ্টি জলে খোলা জীবনের বারান্দায়
মেলে ধরেছি চড়ুই মন
ভিজে যদি যায় আবেশী হাওয়ায়?
অরণ্যক এ হৃদয় সময় অসময়
গেয়ে যায় দ্বিধার ধারাপাত
শ্রাবণ সন্ধ্যা ছুয়ে যায় চলতি সাবেকের কদম শরীর
দিন যাপনের ব্যালকোনিতে কড়া নাড়ে
ভেজাকথা,ছেড়াস্বপ্ন আর অস্তিত্বে মাতাল অনুভব।
অরণ্যে হিমেল হাওয়ায়-
পাখির ডানা ধোয়া জোছনা ঝরে মেঘের কান্নায়
নিশুতি রাতের খাটে বধূয়ার চোখে যৌনতার উচ্ছ্বাস
আর শুন্যতার আসবাবে আহত হৃদয়ে দীর্ঘশ্বাস।
সবকিছু ছাপিয়ে কেবলি হাহুকের কোরাশ
মন চায়-
হিয়া, চলো এবারের বরষায় দু'জনে কদম ফুল হই।