ছায়া ভালোবেসে ঝরে পড়া গোলাপের পাপড়ীর মতো
স্মৃতির দহনে পুড়ে পুড়ে শাব্দিক কথা নিয়ে
ঝরে গেছে প্রণয়ের নীল কবিতা।
বিষাদের কালো মেঘে ছেয়ে গেছে গোলাপের সাদা হৃদয়।
হলুদ মিছিলে চিৎকার করে ক্ষয়িষ্ণু সময়-
কী লাভ আর অকেজো স্বপ্ন দেখে?
জলের মতো ভালো আছি সমুদ্র স্নানে
সমুদ্রের অভেদ্য রহস্যে-
চোখের চিলে কোঠায় শিশির স্নানে হেমন্ত হৃদয়।
শীতে না হয়,নাই বা এলে
এবার বসন্তে এসো,চৈত্রের আগে
ধূলোময় বাতাসে নি:শব্দে কথা হবে
হৃদয়ে হৃদয়ে।