এখানে ঘুমহীন রাত জেগেথাকে রাতের নির্জনে
নৈঃশব্দের সিড়ি বেয়ে
গুনটানা জোছনা হেটে যায় সবুজ বাতাসে
দিনের ভাড়ার থেকে আলো চুরি করে নর্তকী চাদ
ফেনিল কাশবনে ডাহুক চোখ দ্যাখে অন্যশরৎ
অন্ধকারের প্লাটফর্মে কালের বনলতা সেন
চুপি সারে যৌবনের হাটে বেচে প্রনয়ের নীল কবিতা।
আর প্রকৃতির ডাল পালায়
হাওয়ার আঘাতে পাপড়ী মেলে
সোনা রঙ সতেজ ভোর।