চোখের কোণে নদী বয়
হৃদয়ে আগুনের স্রোত
প্রত্যাশার ডিঙ্গিতে খুচরা ভালোবাসা
দু’টাকার কয়েনের মতো ডুবে যায়
গন্তব্যহীন অতলান্ত গহীনে।
হিসাবের রেওয়ামিলে
আজকাল স্মৃতির পাল্লা-ই ভারী বেশি।
কবিতার ক্যাপসনে পুড়ে যায় টুকরো টুকরো বোধ
কবিও পোড়ে জীবনের ক্যানভাসে বিবিধ যন্ত্রণায়।
হয়তো তুমিও পোড়ো চোখের নদীতে-
কোনো এক বৃষ্টি মুখর সন্ধ্যায়,দৃষ্টির সীমানায়
দাঁড়িয়ে চার দেয়ালের জানালায়।