কলমের কালি থেকে যে উড়ন্ত পাখি বের হয়
সে শুধু কেবল কোন কবিতার উড়ন্ত পাখি'ই নয়;
হয়তো বা কোন এক কবির ভাবনার প্রতিমূর্তি,
কিম্বা হতে পারে তার বাস্তব কল্পনার জীবন্ত এক পাখি।

হতে পারে সেই পাখির সাথে কবি স্বপ্নে কথা বলে
তার সাথে ইচ্ছে নদীতে সাঁতার কাটে;
মনের অজান্তেই আবেগের দেশে হারিয়ে যায়,
নদী-নালা বন-জঙ্গল সমুদ্র-সৈকত পাহাড়-পর্বত পেরিয়ে;
ওই স্বপ্নপূরীর দেশে।

সে শুধু কবির কাছে স্বপ্নের সুখ পাখি'ই নয়
হয়তো বা তার জীবনের আরও অনেক কিছু ;
যে স্বপ্নে হাতছানি দেয় আবার স্বপ্নে হারিয়ে যায়
ধুসর পান্ডুলিপির মতো-
কিছু স্মৃতি কিছু স্বপ্ন রেখে যায় নকশীকাঁথার মাঠে।

যা কেউ জানে না,কেউ কখনো বোঝার চেষ্টাটুকুও করেনা;
কবিতা আসলে কবির কাছে শুধু কবিতা'ই নয়।
হয়তো বা কোন কবির আবেগ জড়িত কিছু রোমান্টিক স্মৃতিকথা;
কিম্বা কবির মনের মধ্যে লুকিয়ে থাকা আবেগ অনুভূতি ,
অথবা অপ্রকাশিত ভালোবাসা।

নামঃ বিচিত্র কুমার
গ্রামঃ খিহালী পশ্চিম পাড়া
পোস্টঃ আলতাফনগর
থানাঃ দুপচাঁচিয়া
জেলাঃ বগুড়া
দেশঃ বাংলাদেশ
মোবাইলঃ 01739872753
https://www.facebook.com/profile.php?id=100014642137028&mibextid=ZbWKwL