(০১)
সবার মাঝে তুমি
-বিচিত্র কুমার
রাসেল সোনা জাদুর কোণা
ও আকাশের চাঁদ,
তোমার শুভ জন্মদিনে
ভাঙ্গে খুশির বাঁধ।
ফুল হয়ে ফোটে তুমি
প্রভারবেলার পাখি,
রোদের সাথে হেসে খেলে
জুড়াই তোমার আঁখি।
নীল আকাশে তোমার বাড়ি
জোছনালতার পাখা,
রঙতুলিতে স্বপ্ন স্মৃতি
মধুর সময় আঁকা।
তারার দেশে থাকো তুমি
সকল বিকাল সাঁঝে,
ফুলপাখি আর প্রজাপ্রতি
পায়রাগুলোর মাঝে।
(০২)
রাসেল সোনা
-বিচিত্র কুমার
ফুলপাখিরা ডেকে বলে
রাসেল সোনা কই?
নিষ্পাপ সে ফুলের মতো
বন্ধু ছিলো ওই।
আর দেখি না বন্ধুটাকে
কী হয়েছে ওর?
হঠাৎ কেন হারিয়ে গেল
ওর চোখের দোর?
দুখপাখিরা কেঁদে বলে
শুননি কী তোমারা?
বন্ধু রাসেল আর নেই
হয়েছে সে তারা।
দস্যুরা তার লুট করেছে
জীবন মায়ার সুখ,
গুলির পরে গুলি করে
ঝাঁঝরা করেছে বুক।
শুনতে পেয়ে প্রজাপতি
এলো ঝাঁকে ঝাঁকে,
ফড়িং ছানাও কেঁদে কেঁদে
বন্ধুর স্মৃতি আঁকে।
পায়রাগুলো উড়ে ফিরে
আর দেখি না তাকে,
তাইতো সে ছুটে ছুটে
আর ডাকে না মাকে।
(০৩)
লজ্জিত জাতি
-বিচিত্র কুমার
বলতে গেলে লজ্জা লাগে
আগস্টেরই রাত,
কিসের এত রাগ ছিলো
শিশু গেলো না বাদ?
রাসেল সোনার নাম শুনেছো
ছোট্ট শিশু ছিলো?
কি অপরাধে নিষ্পাপ প্রাণ
ঘাতক কেড়ে নিলো?
ইতিহাসের পাতা থেকে
পড়ি যতোবার,
বাঙালি জাতি লজ্জায় মুখ
লুকায় বারবার।
টেবিল চেয়ার সাইকেল আর
পায়রা যার সাথী,
তাঁর শোকে কেঁদে উঠে
সমগ্র বাঙালি জাতি।
নামঃ বিচিত্র কুমার
গ্রামঃ খিহালী পশ্চিম পাড়া
পোস্টঃ আলতাফনগর
থানাঃ দুপচাঁচিয়া
জেলাঃ বগুড়া
দেশঃ বাংলাদেশ
মোবাইলঃ 01739872753
https://www.facebook.com/profile.php?id=100014642137028&mibextid=ZbWKwL