হৈ হৈ হৈ হৈ
বৃষ্টি এলো বুঝি ঐ,
পুকুর জলে থৈই থৈই
আনন্দে হই চই।

পাখি গুলো উড়ে যায়
এলোমেলো কই,
ছেলে-মেয়ে মাঠে খেলে
বৃষ্টি এলো ঐ।

কী মজা কি মজা
ছোট্র বেলার খেলা,
ঝুম ঝুমা ঝুম বৃষ্টি পড়ে
বাড়ি ফিরার বেলা।

$$বরষার আয়োজন$$