(০১)
শুধু তোমাকে চাই
তোমাকে চাই,শুধু তোমাকে চাই,
শয়নে স্বপনে জাগরণে শুধু তোমাকে চাই,
সুখে-দুখে জীবনে-মরণে শুধু তোমাকে চাই,
শুধু তোমাকে চাই,শুধু তোমাকে পাশে চাই।
সবুজ মাঠে তোমাকে চাই,
সোনালী বিকালে তোমাকে চাই,
খোলা আকাশে তোমাকে চাই,
মুক্ত বাতাসে তোমাকে চাই,
শুধু তোমাকে চাই,শুধু তোমাকে পাশে চাই।
জোছনা ভরা আকাশে তোমাকে চাই,
ফুল ভরা বাগানে তোমাকে চাই,
ঝিকিমিকি রৌদ্রে তোমাকে চাই,
চাঁদনী রাতে তোমাকে চাই,
শুধু তোমাকে চাই,শুধু তোমাকে পাশে চাই।
নদী যেমন করে মোহনা চায়,
মেঘ যেমন করে নীড় চায়,
চাঁদ যেমন করে চাঁদনীকে চায়,
দিন যেমন করে রাত্রিকে চায়,
আমিও ঠিক তেমনি করে শুধু তোমাকে চাই,
এ জীবনে শুধু তোমাকে পাশে চাই।
দৈনিক মানভূম সংবাদ(ভারত) ১৫ জুলাই ২০২১ ইং
(০২)
স্বপ্নের ফেরিওয়ালা
আমি যে এক স্বপ্নের ফেরিওয়ালা
স্বপ্ন বেচতে বেচতে কাটে সারাবেলা,
হরেক স্বপ্ন সোনালি গোলাপি লাল নীল
আমি যে এক উড়ন্ত চিল।
কোথায় থেকে কোথায় যাই
একটুকু যদি সুখ পাই।
তোমরা তো শুধু ইশারাতে ডাকো এসো এসো
ও ফেরিওয়ালা ও ফেরিওয়ালা কাছে এসো,
একটা আশার স্বপ্ন দাও একটা বাঁচার স্বপ্ন দাও
একটা প্রেমের স্বপ্ন দাও একটা ভালোবাসা স্বপ্ন দাও।
ও ফেরিওয়ালা তোমার কাছে এ সব আছে
ফিলিক্স পাখি গাছের ডালে নাচে।
ও ফেরিওয়ালা তোমার কী আছে সেটাই দাও?
এই দিলাম ভালোবাসার রঙিন স্বপ্ন নাও,
এবার তুমি দাম দাও একি তুমি না এক উড়ন্ত পাখি
ভালোবাসার দাম দিলে না আমায় দিলে ফাঁকি।
দৈনিক যুগের আলো ১১ জুলাই ২০২১ ইং
আন্তর্জাতিক সাপ্তাহিক পলাশ ০৮ জুলাই ২০২১ ইং
(০৩)
প্রেমিকা
যে সুখ পাখিটি আমার মনের খাঁচায় বাসা বেঁধেছিলো
তাকে মুক্ত দিলাম সব মায়ার বাঁধন থেকে মুক্ত আকাশে,
জোর করে বেঁধে রেখে লাভ কী সে ঠিক মতো আর খায় না
আগের মতো আর মন খুলে আমার সাথো কথা বলে না
শুধু যেতে চায় দূূর বিদেশে।
যে যেতে চায় তাকে আটকে রাখা বড্ড দায় মনের খাঁচায়
ভালোবাসা কী এতই সস্তা যে লিখে ভরে রাখা যায় ডাইরির খাতা,
হৃদয় ডাইরির পাতায় যদি থাকে সত্যিকারের ভালোবাসা আঁকা
সেখান থেকে মুছে ফেলা যায় না স্মৃতির পাতা।
সারাটি জীবন সহিতে হয় অন্তর জ্বালা বিষের ব্যাথা
যদি অতি আপন জন দেয় ধোঁকা,
অবহেলা অপমানে অন্তর জমিন পুড়ে পুড়ে ছাই হয়
সেটা তুমি বুঝলে না রেখা।
হাজার শখের পোষা পাখি যদি কেউ ছেড়ে দেয়
শুধু সেই জানে তার নিথর মন কত কথা কয়,
পাষাণ বাঁধে বুকের মাঝে অশ্রুর সাগর বয়
নিজেকে আগ্নেয়গিরির মতো জ্বালাই পোড়ায়।
দৈনিক ঘাঘট(গাইবান্ধ)০৫ জুলাই ২০২১ ইং
(০৪)
মাধুরী
তোমার মুখটি দেখেছি আমি
এক জোছনা মুখোরীত উজ্জ্বল নোভাতে,
তুমি হাতে হাত রেখেছিলে স্বপ্নে
হঠাৎ ঘুম ভেঙ্গে গেল চমকে প্রভাতে।
পাখির কলকালরির মতো তোমার কণ্ঠধ্বনি
শুধু এসে দু'কানে পড়ে,
আমি উঠিউঠি ভেবেও উঠতে পারি না
দু'চোখে শুধু দুষ্টুকল্পনা ঘোরে ফিরে।
অবশেষে তুমি একাকী পালিয়ে গেলে
দিনের আলোয় লজ্জা পেয়ে,
তোমার দীঘলকালো চুলগুলো পড়ছিলো
আমার চোখে মুখের পর চেয়ে চেয়ে ।
ও যেনো ছিলো এক নীলকণ্ঠ পাখি
খিলখিল করে হেসে চলে গেল মাধুরী,
মুখ তার চাঁদের মতো শিল্পীর আঁকা ছবি
ইচ্ছে করে ভলোবাসার সুতোয় ধরি।
দৈনিক ঘাঘট,৩ এপ্রিল ২০২১ ইং
দৈনিক মানভূম সংবাদ(ভারত)০৫ জুলাই ২০২১ ইং
(০৫)
তুমি যদি আসতে
কোন এক বৃষ্টি ভেজা দিনে যদি তুমি আসতে
একটু ভালোবেসে কাছে এসে হাসতে,
তোমার মায়াবী মুখটি দেখতাম আমি কল্পনাতে
দাঁড়িয়ে দাঁড়িয়ে এক পসলা বৃষ্টিতে।
কমদ ফুল হাসতো কলমিলতা ভাসতো
বাদলা হাওয়া নাচতো,
উতলা ব্যাঙের মতো শুধু ডাকতাম
মনে মনে রঙিন স্বপ্ন আঁকতাম।
ইচ্ছে নদীতে দু'জন সাঁতার কাটতাম
দুষ্টু চাওয়ায় হাতে হাত রাখতাম,
মেঘ আর বৃষ্টির মতো প্রেমকাব্য লিখতাম
একটা সুখের স্বপ্ন দেখতাম।
তোমাকে নিয়ে যেতাম রঙধনুর দেশে
মেঘের ভেলায় ভেসে ভেসে,
দূর আকাশে রূপকথার দেশে
গানে গানে ভালোবেসে।
দৈনিক চাঁপাই দর্পণ ০২ জুলাই ২০২১ ইং
দৈনিক যুগের আলো ০৫ জুলাই ২০২১ ইং