(০১)
শেষ বিকালের মেয়ে
পৃথিবীর সমস্ত আলোক রশ্মি নিয়ে তুমি চলে যাচ্ছিলে
সেদিন পড়ন্ত বিকালে তোমাকে দেখেছিলাম,
একঝলক মিষ্টি হাসি দিয়ে নিজ গন্তব্যের দিকে
আর আমি নিস্তব্ধ পৃথিবীর মতো দাঁড়িয়ে মুগ্ধ হচ্ছিলাম।
টিপটিপ বৃষ্টি পড়চ্ছিলো অরণ্য আর বনে ফুলে ফুলে
পৃথিবীর সমস্ত স্নিগ্ধতা যেন ঝরচ্ছিলো তোমার চাঁদ মুখে,
ঝর্ণার বুকে যেমন রঙধনুর সাতটি বর্ণিল রূপ
ঠিক তেমনি কাজলে আঁকা ভ্রুর ফাঁকে মায়াবী দুটি চোখে,
সেদিন তুমি সাদাপারা হলুদ বর্ণের শাড়ি পড়েছিলে
শ্রাবণের মেঘের মত ঘনকালো চুলে কদমফুলে বেঁধেছিলে,
কপালে কালো টিপ নাকেতে নথ দু'কানে ঝুমকা
সাদা আর হলুদ রঙে রঙে সেজেছিলে।
নকশীকাঁথার মতো মেহেদী আঁকা দু'হাতে পড়েছিলে চুরি
তুমি হেঁটে যাচ্ছিলে নরম মাটির উপর,
আমি শুধু নিস্তব্ধ দাঁড়িয়ে দেখছিলাম সেই অপরূপ
আলতা রাঙা পায়ে বাঁজচ্ছিলো ঝুমুর ঝুমুর নূপুর।
দৈনিক ঘাঘট(গাইবান্ধ)২৪ জুন ২০২১ ইং
(০২)
প্রতীক্ষার প্রহর
আমি একগুচ্ছ কদম ফুল নিয়ে দাঁড়িয়ে
শুধু তোমার প্রতীক্ষায় আর প্রতীক্ষায়
এত প্রতীক্ষা কেন কবি?
একটা স্বপ্নের পৃথিবী সাজাবো বলে
যুগযুগ ধরে কত প্রতীক্ষার প্রহর গুনেছি
সেখানে তুমি আর আমি হারাব স্বপ্নের দেশে?
এটা কী সম্ভব কবি?
কেন নয় বলো?
আমি কী বেশি কিছু চেয়েছি, না তবে?
আচ্ছা আমি যদি আকাশ হই তুমি বৃষ্টি হবে
দুজনে মেঘের ভেলায় চড়ে হারিয়ে যাব দূর বিদেশে,
সুখতারাদের মতো রাতে মিটিমিটি জ্বলব আমরা দুজন
হাতে রেখে হাত গল্প করব ছন্দ সুরে রঙধনুর দেশে।
এত স্বপ্ন হি হি হি
এমন করে হেসো না সুখ পাখি
আমি যে দম বন্ধ হয়ে মরে যাব
তাহলে কী চাও তুমি?
তোমাকে,একটা নতুন স্বপ্নকে, একটা নতুন আশাকে
একটা সত্যিকারের ভালোবাসাকে।
তুমি একটা পাগল কবি
তোমার জন্যে যদি পাগল হতে পারতাম
তাহলে একটা স্বপ্নের পৃথিবী গড়তে পারতাম।
তাহলে আমি কী তোমার সুখ পাখি নই?
হ্যাঁ,কিন্তু
কিন্তু আবার কী কবি?
আমিও তো রক্তে মাংসে গড়া মানুষ
আমারও তো একটা মন আছে,একটা স্বপ্ন আছে
বুকের মধ্যে জমা ভালোবাসা আছে।
তুমি তো কখনো আগে বলোনি পাখি
তুমি আমাকে এতটা ভালোবাসো
সব কথা কী বলতে হয় মুখে কবি?
কিছু কথা বুঝে নিতে হয়।
দৈনিক ঘাঘট(গাইবান্ধ)২২ জুন ২০২১ ইং
(০৩)
বিজুলি মেয়ে ও আকাশ
তোর মায়াবী চোখে চোখটি রেখে
আমার কাটে রঙিন দিন,
ইচ্ছে নদীয় আমি হারিয়ে যাই
বুকের মধ্যে বাজে সুখের বীণ।
বুকের মধ্যে বিজুলি চমকায়
যখন তুই ফিরে ফিরে চাস,
মধ্য দুপুর উতাল পাতাল
তুই যখন চলে যাস।
একটুখানি তুই দূরে গেলে
নীল আকাশ কালো হয়ে যায়,
রঙধনুর রঙ মিশে যায় দিকেদিকে
আকাশের বুকে বৃষ্টি শুখিয়ে যায়।
তুই তাকাস কেন আমার দিকে
বুকের ভিতর আঁকিস কেন আকাশ?
তুই তাকালেই থমকে দাঁড়ায়
আমার বুকের বাঁ পাশ।
দৈনিক মানভূম সংবাদ(ভারত)২২ জুন ২০২১ ইং