(০১)
প্রেম করতে হবে তা কিন্তু নয়
তোমার সাথে রোজ রোমান্টিক কথা বলছি দেখে
আমি যে তোমাকে ভালোবাসি তা কিন্তু নয়,
আমি চাই আমার একজন ভালো বন্ধু থাকুক
সে মন খুলে আমার সাথে সারাক্ষণ কথা বলুক
প্রেম করতে হবে তা কিন্তু নয়।
আমি যে তোমাকে খুব মিস করি সবসময়
আমি যে তোমাকে ভালোবাসি তা কিন্তু নয়,
আমি চাই কেউ একজন আমাকে মিস করুক
আমি ভালো আছি কি না জিজ্ঞাসা করুক
প্রেম করতে হবে তা কিন্তু নয়।
আমি জানি প্রেম-ভালোবাসা মানে একটা ফিলিক্স
দু'জনার চাওয়া-পাওয়া দুটি মনের মিলন,
কিন্তু এই ঘোরকলিতে ভালোবাসার মূল্য কে দেয় বলো?
সবাই তো দেখি কাম-বাসনা নিয়ে পরে থাকে
মনে হয় এটাই যেনো এখনকার ডিজিটাল জীবন।
আমি বলছি না তোমাকে প্রেম করতে হবে
আমি চাই আমার একজন ভালো বন্ধু থাকুক,
সে সারাক্ষণ আমাকে কিছু একটা বলুক
আমি কেমন আছি জিজ্ঞাসা করুক?
দৈনিক ঘাঘট ২৯ মে ২০২১ ইং
(০২)
বৃষ্টি তোমাকে ভালোবাসি
বৃষ্টি তোমায় খুব ভালোবাসি আমি
তুমি চিকমিকিয়ে নিত্য করো হেসে হেসে য়াও,
তুমি তো আমার বুকের মাঝে লুকিয়ে থাকো গাও
মাঝে মাঝে আমাকে ভিজিয়ে দিয়ে ফিরে ফিরে চাও।
কদম ফুল তাকিয়ে থাকে রঙধনুটার দিকে
তুমি কুটিকুটি হাসো যেন নাচে নাচে,
চাঁদের সাথে কওনা কথা যাও না আর দূরে
তুমি তাকালে মনে আমার শান্তি ফিরে আসে।
তুমি ছাড়া নীল আকাশে কালো মেঘ ভাসে
কালবৈশাখী বারেবারে ফিরে ফিরে আসে,
সুন্দর এই পৃথিবীটা তচনচ হয়ে যায়
কচি বুকের স্বপ্ন ভেঙ্গে যায়।
জুঁই কামিনী ঘাসফুলে ভরিয়ে দিব তোমার পাও
কেন তুমি আমায় ছেড়ে দূরে দূরে য়াও?
দৈনিক চাঁপাই দর্পণ ২৯ মে ২০২১ ইং
দৈনিক মানভূম সংবাদ(ভারত) ০১ জুন ২০২১ ইং
(০৩)
ভুল গন্তব্যে
কত বসন্ত এলো কত ফুল ফুটলো
আবার কখন যে ঝরে গেলো
মনের অজান্তে কিম্বা স্বপ্নের মধ্যে
জানতেই পারলাম না ভুল গন্তব্যে।
ঠিক তেমনি কিছু সম্পর্কও হয়
আবার নীরবে ফুলের মতো ঝরে যায়,
কেউ জানে না জানে শুধু দু'জনার অন্তর
প্রেমিক প্রেমিকার ভাঙ্গে শুধু সুখের ঘর।
একদিন তোমার আমার সম্পর্কও মধুর ছিলো
বসন্তের রঙিন ফুলের মতো হেসেছিলো,
তোমার সৌন্দর্যের বিভোরে আপন করে নিয়েছিলাম
আমার অন্তরের ভিতরে বাহিরে স্থান দিয়েছিলাম।
কিন্তু কখনো খিহাল করিনি যে এ সম্পর্ক শুধু ক্ষনিকের
একদিন শেষ হয়ে যাবে আমার স্বপ্নের নীড়,
তবু আবেকে ফুলে ফুলে সাজিয়েছিলাম স্বপ্নের অট্টালিকা
অবশেষে আমাকে ফাঁকি দিয়ে চলে গেল সেই অনামিকা।
দৈনিক ঘাঘট ২৭ মে ২০২১ ইং
দৈনিক আজকের প্রত্যাশা ২৮ মে ২০২১ ইং