(০১)
ফিরে আসতেই হবে


ফিরে আসতেই হবে, একদিন তোমাকে ;
প্রথম ফাগুনবেলা যেমন - এসেছিলে,
কোন এক কোকিলের কণ্ঠে গান শুনিয়ে।
বলেছিলে আসবে আমার ফিরে --
আমি মন থেকে ডাক দিলে।

উতলা বসন্তে মন থেকে কতোবার ডেকেছি
তুমি এলে না আর ফিরে ;
তোমাকে ডাকতে ডাকতে আজ আমি বড্ড ক্লান্ত
নিজের পথ হারিয়ে ফেলেছি ধিরে ধিরে।

ইদানিং কিছুই ভালো লাগে না আর একলা
হারিয়ে গেছে সেই রোমান্টিক জীবনটা;
শুধু তুমি নেই বলে -- নীলা।

হয়তো আর মনে পড়ে না আমাকে
কিন্তু আগে তো ছিলো না তোমার হৃদয়ে কোন ক্ষত;
এখন দেখি একবিংশ শতাব্দীর মেয়েদের মতো --
তুমিও প্রেমের হাওয়া খাও টাওয়া খাও কতো।

যেদিন তুমি এসব খেতে খেতে বুঝবে
কেউ তোমাকে সত্যিকার ভালোবাসে না আমার মতো ;
সেদিন ফিরে আসতেই হবে-- তোমাকে,
যেমন করে বৃষ্টি আকাশের বুকে বারবার ফিরে আসে ;
মেঘলা আকাশের পর অশ্রুঝরে ভালোবেসে।

দৈনিক কালের চিত্র 09 সেপ্টেম্বর 2022
দৈনিক যুগের কথা 11 সেপ্টেম্বর 2022
দৈনিক মানভূম সংবাদ 15 সেপ্টেম্বর 2022

(০২)
এক পড়ন্ত বিকেলে


তোমাকেই দেখে দেখে কল্পনা আঁকছে
আমার দুচোখের এক পলক দৃষ্টি ;
কি সুন্দর অপরূপা তুমি?
আহা! তোমার হাসি কি মিষ্টি?

তুমি বসে আসো ফুলের মতো
তোমার শাড়ির আঁচল থেকে সুগন্ধি বাড়াচ্ছে;
ভ্রোমরেরা আশেপাশে গুনগুন করছে
কেউবা পথ হারাচ্ছে।

ওইখানে মেলা বসেছে -
ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি এসেছে ;
কেউবা মালা গাঁথছে কেউবা রঙ মাখছে
যেন এক পড়ন্ত বিকেলে।

পুষ্প কাননে প্রজাপতি ফুরফুর করে উড়ছে
পাশে কাশফুল হাওয়াই দুলছে;
আর আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি
কল্পনাতে তোমার ছবি হৃদয়ে আঁকছি।

দৈনিক জাগ্রত বাংলাদেশ 11 সেপ্টেম্বর 2022
দৈনিক ফুলকি 12 সেপ্টেম্বর 2022
দৈনিক মানভূম  সংবাদ 12 সেপ্টেম্বর 2022