(01)
বৃষ্টির চোখে শ্রাবণ তাকিয়ে রয়
-বিচিত্র কুমার
বৃষ্টির চোখে শ্রাবণ তাকিয়ে রয়
আকাশের গ্রন্থি ছিঁড়ে প্লাবন নামে,
কদম ফুল চিঠি লেখে মেঘের দেশে
পরিপূর্ণ বর্ষার মৌসুমে।
ডোবার ভিতর সোনাব্যাঙরা ঘ্যাংগর ঘ্যাংগর করে
নুপূরের শব্দের ধ্বনিতে বৃষ্টি পড়ে টাপুরটুপুর,
সাপেরা পোকা মাকড় চেটে পুটে খায়
খায় জলমাখা রৌদ্রেভিজা বৃষ্টির শরীর।
মেঘ রৌদ্রের লীলায় বৃষ্টি শিখায় বৃষ্টিস্নান
তারুণ্যর বুকে সঙ্গম শেষে,
বুনো হাঁসেরা নদীর জলে গা ভিজিয়ে
চলে যায় নীড় উদ্দেশ্যে।
আকাশের রঙধনু ঢাকা পরে মেঘের নীচে
কাঁদা ছিটিয়ে চলে যায় আষাঢ়,
বৃষ্টির চোখে শুধু শ্রাবণ তাকিয়ে রয়
কামনার চোখ নিয়ে তাকায় বারবার।
দৈনিক মানভূম সংবাদ(ভারত) 19 জুলাই 2022
দৈনিক ঘাঘট 19 জুলাই 2022
দৈনিক যুগের আলো 24 জুলাই 2022
দৈনিক ফুলকি 25 জুলাই 2022
পাক্ষিক আমাদের গল্পকথা 01 আগস্ট 2022
দৈনিক কালের চিত্র 27 আগস্ট 2022
দৈনিক ভোরের কাগজ 05 সেপ্টেম্বর 2022
(02)
শরৎ রাণী
-বিচিত্র কুমার
সেদিন মেঘমুক্ত আকাশ ছিলো সমগ্র ভূপৃষ্ঠে
চাঁদের আলোর শুভ্রতা ভরে ছিলো পৃথিবীর চারপাশে,
বিস্তীর্ণ বায়ুমণ্ডলের মাঝে ভেসে চলেছি আমারা দুজনে
সাদাসাদা মেঘগুলো লুকোচুরি খেলছিলো আনমনে।
তোমার পড়নে সাদাসাদা মেঘের নীল রঙের শাড়ী
মনে হচ্ছিলো স্বচ্ছ গগনে উপরে ভেসে বেড়াচ্ছে শরৎ রাণী,
উরুউরু হাওয়ায় উড়ছিলো তোমার এলোমেলো চুল
বেখেয়ালি উড়ছিলো তোমার শাড়ীর আঁচল।
তুমি যেন সাদা ডানা মেলা এক রঙিন প্রজাপ্রতি
ফুরফুর করে উড়ছিলে মনে জেগে প্রেমপ্রীতি,
আর আমি সেই খেলাই বারবার করছিলাম ভুল
তোমার মুখশ্রীর হাসি যেন সাদা মেঘের ফোটা ফুল।
মনের ভেতরে নীরবে উতলা হয়ে যাচ্ছিলাম আমি-
কখনো বা রিমঝিম বৃষ্টিতে কশফুলের আড়ালে মুখ ঢাকছো তুমি,
তোমার রূপের স্নিগ্ধতা বেড়িয়ে আসে জ্যোৎস্নার মতো
বাস্তব আর কল্পনার মাঝে লুকোচুরি খেলতে খেলতে অবিরত।
দৈনিক মানভূম সংবাদ ( ভারত ) 25 আগস্ট 2022
দৈনিক ফুলকি 22 আগস্ট 2022
দৈনিক আপনজন ( ভারত ) 21 আগস্ট 2022
সংবাদ দপর্ণ 19 আগস্ট 2022
দৈনিক যুগের আলো 18 আগস্ট 2022
দৈনিক আলোকিত প্রতিদিন 17 আগস্ট 2022
(03)
এ শরতে
-বিচিত্র কুমার
হৃদয়ে প্রেম আসে ফোটাফোটা বৃষ্টিতে
বুকের মধ্যে রঙ জমে ক্ষণেক্ষণে,
এ শরতে তোমার সঙ্গে যদি দেখা হয় কাশবনে
তুমি হাতে হাত রেখো- আমার শূন্য জীবনে।
প্যারিস টাইমস ( ফ্রান্স ) 01 সেপ্টেম্বর 2022