(০১)
আগুন জ্বলে

আগুন জ্বলে বুকের ভিতর
আগুন জ্বলে মন্দিরে,
আগুন জ্বলে সংখ্যালঘুর
অসহায় শরীরে।

আগুন জ্বলে ঘরেবাড়ি
আগুন জ্বলে হাট দোকানে,
আগুন জ্বলে হিন্দু গ্রামে
রাত দুপুরে এখানে সেখানে।

আগুন জ্বলে এ কারণে
আগুন জ্বলে সে কারণে,
আগুন জ্বলে সংখ্যালঘু
এদেশ থেকে সব নিধনে।

দৈনিক মানভূম সংবাদ(ভারত)২২ অক্টোবর ২০২১ ইং
দৈনিক মেহেরপুর প্রতিদিন  ২৩ অক্টোবর ২০২১ ইং
সাপ্তাহিক পাঠকসংবাদ ২৪ অক্টোবর ২০২১ ইং
দৈনিক চাঁপাই দর্পণ ২৪ অক্টোবর ২০২১ ইং
দৈনিক ফুলকি ২৫ অক্টোবর ২০২১ ইং
সাপ্তাহিক খোরাক ৩১ অক্টোবর ২০২১ ইং

(০২)
সংখ্যালঘুদের বাস্তবতা

আমাদের দেশে সংখ্যালঘু একটা নিচু জাতি
নিচু শ্রেণী,নিচু সম্প্রদায় ওদের কাছে মনে হয়,
আকাশে একটু মেঘ জমলেই আমাদের লাঞ্চিত হতে হয়
একারণে সেকারণে ঘরবাড়ি মন্দির ভেঙ্গে পুড়িয়ে দেওয়া হয়।
বিনা অপরাধে একটুতেই গায়ে হাত তোলা হয়
রাত দুপুরে ধর্ষণ গণধর্ষণ চালানো হয়,
মিডিয়া টকশোতে একটু আলোচনাই হয়
তার কী কখনো সুষ্ঠু বিচার হয়?

কর্ম জীবনে আবার কেউ কেউ চুদির ভাই বললেও----
তাদেরকে হেসে দাদাভাই বলতে হয়,
তাছাড়া যে মাতৃত্বের অধিকার হারানোর ভয়
নির্যাতনের ভয়,আত্মসম্মান হারানোর ভয়।

আমরা জীবন যুদ্ধে এ সমাজের কাছে পরাজিত এক সৈনিক
পরাজিত এক শ্রেণী,পরাজিত এক জাতি,পরাজিত এক সম্প্রদায়,
আমরা প্রতিটি সেকেন্ডে,প্রতিটি মিনিটে,প্রতিটি ঘণ্টায়, প্রতিটি দিন
আমরা ভয়ে ভয়ে কাটায়,কী কখন হয়, কখন জানি কী হয়?

দৈনিক মানভূম সংবাদ(ভারত)২১ অক্টোবর ২০২১ ইং
সাপ্তাহিক জন্মভূমি(যুক্তরাষ্ট্র)২১ অক্টোবর ২০২১ ইং
দৈনিক আজকের প্রত্যাশা ২২ অক্টোবর ২০২১ ইং

(০৩)
আমি হিন্দু সম্প্রদায়ের কথা বলছি

আমি এক হিন্দু সম্প্রদায়ের কথা বলছি
আমি লক্ষ লক্ষ নির্যাতিত হিন্দু মানুষের কথা বলছি,
যারা তাদের মাতৃত্বের অধিকার হারিয়ে ফেলচ্ছে আস্তে আস্তে
আমি আত্মসম্মান হারা সেই লাঞ্চিত সমাজের মানুষের কথা বলছি।

যারা জীবন যুদ্ধে এ সমাজের কাছে পরাজিত এক সৈনিক
পরাজিত এক শ্রেণী,পরাজিত এক জাতি,পরাজিত এক সম্প্রদায়,
যারা এখনো বছরে পর বছর ধরে পাড়ি দিচ্ছে অন্য দেশে
কেউ কী কখনো জানতে চেয়েছে কীসে তাদের এত ভয়?

আমরা তো সব সময় সাম্যের কথা শুনি সম আধিকারের শুনি
সরকারের মুখে মিডিয়াতে টেলিভিশন রেডিও পত্রিকার পাতায় পাতায়,
কিন্তু আমাদের লাঞ্চনার কথা উপর তলার মানুষের চোখে পরে না
আমরা নিচ তলার মানুষগুলো শুধু এর ফল ভোগ করি আত্মরক্ষায়।

নির্জন বনে যেমন সিংহ মামা শাসন করে তেমনি আমাদের শাসন করে কিছু মুখোশধারী লোক
এদেশের বৃহত্তম সম্প্রদায়ের
মনে হয় এরা রাজাকারের বংশধর স্বাধীনতার পক্ষের শক্তি নয়
এরা কোন কিছু বুঝতে চায় না অন্যায় ভাবে ঘরবাড়িতে আগুন দেয়
মন্দির ভাঙ্গে রাতের অন্ধকারে ধর্ষণ গণধর্ষণ করে মা বোনের উপর
এ কারণে সে কারণ গায়ে হাত উঠায় আমাদের উপর।
তার কোন সুষ্ঠু তদন্ত নেই তার কোন বিচার নেই বছরের পর বছর এদেশে
আমি সেই সব লাঞ্চিত সমাজের মানুষের কথা বলছি।

বটবৃক্ষ তো শুধু স্বার্থহীন ভাবে ছায়া দিয়ে যায় প্রকৃতির বুকে
কিন্তু ছায়ার নিচে যে অনিয়ম ঘটে সেটা বটবৃক্ষের অগচরেই থেকে যায়
আমি সেই বটবৃক্ষের নিচে ঘটা অনিয়মের কথা বলছি।

একদিন যে বটবৃক্ষের নিচে আমাদের পূর্ব পরুষেরা স্বাধীন ভাবে বসবাস শুরু করেছিলো
সেখানে আজ অসুরের রাজ্যাংশে পরিমিত হয়েছে,
দিনেদিনে নদী ভাঙ্গনের মতো এক বাড়ি দুই বাড়ি করে কমছে আর কমছে
সমগ্র গ্রাম দাবানলের মতো পুড়েপুড়ে ছাই হয়ে যাচ্ছে।

হয়তো বা একদিন আমাদের অস্তিত্ব আর টিকে থাকবে না এ স্বদেশে
হয়তো বা চিরিয়াখানাতে বাঘ সিংহ এর মতো দেখা যাবে আমাদের বংশধরদের
তখন হয়তো কারু মুখে শুনা যাবে এরা হিন্দু সম্প্রদায়ের লোক ছিলো
আমি সেই সব অসহায় সমাজের মানুষের কথা বলছি।

যে ব-দ্বীপের বুকে এখন আমরা বসবাস করছি
সেই ব-দ্বীপের শাখা প্রশাখা যদি আমাদের তাদের আহার বানায়
তাহলে আমরা এখন কোথায় যাব বলতে পারেন?
আমি সেই সব লাঞ্চিত সমাজের মানুষের কথা বলছি।

দৈনিক এই দেশ আমার ৩০ অক্টোবর  ২০২১ ইং

(০৪)
জীবন সঙ্গীত

স্বার্থের হাত ধরে এসেছি ধরণীতে
ভাবিনি যে তোমারে পাব ঘোরকলিতে,
অবশেষে ঘুমিয়ে দেখলাম স্বপনে
তুমি এসে বললে আমাকেই গোপনে।

শৈশবে ভজনায় পাবে তুমি আমারে
যৌবন ভজনায় হবে তুমি অমরে,
বৃদ্ধ ভজনায় পাবে তুমি মুক্তি
শত করে অর্পণ,অর্চনা ও ভক্তি।

এ বলে চলে গেল জানি না কোন প্রাণে
উষার আলো ফুটলো পাখিদের গানে,
অশ্রুতে ধুয়ে গেল মনের সব পাপ
হে প্রভু ক্ষমা করো আমায় দিও মাপ।

দৈনিক মানভূম সংবাদ(ভারত)২৪ ফেব্রুয়ারি ২০২১ ইং
দৈনিক চাঁপাই দর্পণ ০৩ সেপ্টেম্বর ২০২১ ইং
বাংলার কণ্ঠ(সিঙ্গাপুর) অক্টোবর ২০২১ ইং
সাপ্তাহিক দাঁদড়(ভারত) ১২ ডিসেম্বর ২০২১ ইং

(০৫ )
সাহিত্য জগৎ

সাহিত্য অরণ্যে অনেক বড় বড় শ্রদ্ধেয় গাছ রয়েছে
যারা সাহিত্যটাকে বুকে ধারণ করেছে,
তাদের শাখা প্রশাখা অনেক বিস্তৃত
ফুল দেয় ফল দেয় কত।

আর আমি এ জগতে ক্ষুদ্র চারাগাছ মাত্র
তাই হয়তো মনটাও সহজ সরল পবিত্র,
ধীরে ধীরে আমার শাখা প্রশাখা গজাচ্ছে
বড় বড় গাছগুলো তাকিয়ে তাকিয়ে দেখচ্ছে।

হয়তো কেউ কেউ ভালোবেসে বুকে টেনে নিচ্ছে
আবার কেউ কেউ উপড়ে ফেলার চেষ্টা করচ্ছে,
এইভাবেই ধিকধিক করে সময় বয়ে চলেছে
বড় বড় গাছগুলো স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে।

দৈনিক চাঁপাই দর্পণ  ০২ অক্টোবর ২০২১ ইং
দৈনিক মানব বার্তা ০৩ অক্টোবর ২০২১ ইং
দৈনিক যুগের আলো ০৩ অক্টোবর ২০২১ ইং

(০৬)
বেকার

এখন আমি নইকো কারু পথের ধুলাবালি
যে বাগানের মালী ছিলাম এখন আমি আলি,
পথের মাঝে হেঁটে বেড়াই নেইকো কোন গাড়ি
ময়না পাখি আপন জন সব গিয়েছে ছাড়ি।

বেকার বলে প্রতিবেশীরা করছে হাসাহাসি
ফুরিয়েছি যে অনেক টাকা চলছে ঘোঁসা ঘোঁসি,
সুখের পাখি হারিয়ে গেছে একলা বেঁচে আছি
উড়াল দিছে জীবন থেকে সুসময়ের মাছি।

কেমনে আমি সুখেই আছি বলতে আমি চাই
মনের মধ্যে বড় অসুখ চাকরি কোন নাই,
পাইনি কিছু এই জীবনে স্বপ্ন হলো বৃথা
বুকের মধ্যে আগুন জ্বলে ভীষণ যেন ব্যাথা।

দৈনিক ঘাঘট ০২ অক্টোবর ২০২১ ইং
দৈনিক মানভূম সংবাদ ১৯ অক্টোবর ২০২১ ইং
দৈনিক যুগের আলো ২৭ অক্টোবর ২০২১ ইং

(০৭)
জীবন্ত পৃথিবীর আত্মকথা

নাট্যমঞ্চের মতোই এই জীবন্ত পৃথিবী
নতুন নতুন অভিনেতারা আসে যায়,
নতুনত্বের বিপ্লব ঘটায় নতুন যুগে নতুন সৃষ্টিতে
কিন্তু নাট্যমঞ্চ তো ঠিকি রয়ে যায়।

সেখানে নির্দিষ্ট সময়ের মধ্যে অভিনেতাদের
জন্ম মৃত্যু হয় পাপ পূর্ণের বিচার হয়,
ঠিক আমাদের জীবনের মতো
এই জীবন্ত পৃথিবী শুধু দাঁড়িয়ে রয়।

কখনো প্রকৃতি আলোতে আলোকিত হয়
আবার কখনো অন্ধকারাচ্ছন্ন,
নদীনালা মাটঘাট কখনো শুখিয়ে যায়
প্রলয় আসে আবার কখনো হয় শান্ত।

দৈনিক চাঁপাই দর্পণ ০৫ সেপ্টেম্বর ২০২১ ইং

(০৮)
স্বপ্নভঙ্গের আভাস পাচ্ছি

জীবন মৃত্যুের মাঝখানে আমরা থমকে দাঁড়িয়ে
সময়ের ফাঁদে সোনালি স্বপ্নগুলো হারিয়ে ফেলছি,
একদিকে স্বপ্নের পথে তালাবন্ধ অন্যদিকে যেন মৃত্যুপূরী
আলোর দিকে তাকিয়ে স্বপ্নভঙ্গের আভাস পাচ্ছি।
চাকরির বয়স ফুরিয়ে কেশ হারিয়ে টেকো হচ্ছি
শিক্ষিত বেকার হয়ে সমাজের কাছ থেকে লাঁছনা পাচ্ছি।

তবে কী আমরা এ সমাজের এ দেশের কেউ না
শুধু কী ডাস্টবিনের ময়লা আবর্জনা?
একদিন তো আমাদের আঁখিতেও সোনালি স্বপ্ন ছিলো
এ দেশকে এগিয়ে নিয়ে যেতে স্বপ্ন দেখতাম কত না।
সেই স্বপ্ন আজ কেন ভেঙ্গে যাচ্ছে শুধুই দু'নয়নের জলে
ছোটরা তো স্বপ্ন দেখার সুযোগ পাচ্ছে আমরা কেন পাচ্ছি না?

দৈনিক যুগের আলো ০৮ আগস্ট ২০২১ ইং
দৈনিক ফেনির সময় ০৮ আগস্ট ২০২১ ইং

(০৯)
বন্ধুত্ব

বন্ধুত্ব হলো রঙিন ঘুড়ির মতো
একটা লাটাই সুতো বাঁধা,
যার ভিতর বাহির সমগ্র
পবিত্র রঙ সাদা।

যা আকাশের মতো বিশাল
যা সমুদ্রের মতো গভীর,
যার শেষ নেই যায় সীমা নেই
চির-অমর নিবিড়।

বন্ধু ছাড়া একলা জীবন
অনেকটাই শূন্য সাদামাটা,
বন্ধু ছাড়া যায় না কখনো
স্বপ্নের পথে হাঁটা।

বন্ধু হলো একটা কথার পাখি
যার সাথে হাসতে হাসতে কাটে বেলা,
মনের মধ্যে জমে থাকা কষ্ট গুলো
একটা দীর্ঘশ্বাসে নিমিষে যায় বলা।

দৈনিক আজকের প্রত্যাশা ৯ জুলাই ২০২১ ইং
দৈনিক মানব বার্তা ১০ জুলাই ২০২১ ইং
দৈনিক কালের চিত্র ১০ জুলাই ২০২১ ইং
সাপ্তাহিক পাঠকসংবাদ ১১ জুলাই ২০২১ ইং
সাপ্তাহিক বজ্রকথা ১১ জুলাই ২০২১ ইং
দৈনিক যুগের কথা ০৮ আগস্ট ২০২১ ইং