(০১)
যৌবন
যৌবন যেনো কেটলিতে টকবগে উতলানো চা
যাব চুমুকে চুমুকে আসে একটা ফিনিক্স,
হৃতপিণ্ডে একটা কাল্পনিক রূপরেখা তৈরি হয়
যার সময় একদম ফিক্সড।
ফুলে ফুলে মুখরিত জ্বলন্ত আগুন
রঙে রঙে হৃদয়ে আসে যেনো ফাগুন।
দৈনিক মানভূম সংবাদ(ভারত) 28 অক্টোবর 2021
সাপ্তাহিক জন্মভূমি(যুক্তরাষ্ট্র)25 নভেম্বরে 2021
দৈনিক যুগের আলো 10 নভেম্বরে 2021
(০২)
অন্তরজনীনে মরুভূমি
তুমি হীন বেঁচে থাকা আমার কাছে
তারাহীন মেঘলা আকাশের মতো,
চাতক পাখির মত প্রতীক্ষা আর প্রতীক্ষা
বৃষ্টি আসবে বৃষ্টি আসবে এই তো।
কিন্তু বৃষ্টি আসেনা আর আগের মতো
এদিকে আমার হৃদয় কাটে চৈত্রের খরার মতো।
সাপ্তাহিক জন্মভূমি(যুক্তরাষ্ট্র)25 নভেম্বরে 2021
(০৩)
লুকোচুরি
মিটা রৌদ্রে আশ্বিন এসে হাতছানি দেয়
কোন এক পড়ন্ত বিকালে,
প্রিয়দর্শিনী স্বপ্ন আঁকে এলোকেশী চুলে
কাশফুলেরা দোলে উতলা নদীর দু'কূলে।
সাদা মেঘেরা লুকোচুরি খেলে মনের ভুলে
শাপলা শালুক মনরাঙাই হরেক ফুলে ফুলে।
দৈনিক কালের চিত্র ৩০ অক্টোবর ২০২১ ইং
সাপ্তাহিক জন্মভূমি(যুক্তরাষ্ট্র)25 নভেম্বরে 2021
দৈনিক মানভূম সংবাদ(ভারত) 10 নভেম্বরে 2021
(০৪)
প্রেম আর ভালোবাসার সজ্ঞা
প্রেম আর ভালোবাসা জগতে দুটি ভিন্নরূপ
কেউ হয় দেবদাস কেউ স্বপ্নবেঁধে থাকে চুপ।
প্রেম হলো একটা আকাঙ্ক্ষা
যা চাওয়া ও পাওয়া মধ্যে একটা পদ্য,
যা দুজন মানুষের মাঝখানে
একটা সীমাবদ্ধ।
আর ভালোবাসা হলো একটা পবিত্র বন্ধন
যা প্রকৃতি আলো-ছায়া রৌদ্র-বৃষ্টি আকাশ-বাতাস,
যা সর্বত্র বিরাজমান একটা মহাকাব্য
একটা বিশ্বাস।
(০৫)
এলোকেশী মেয়ে
ঝরে গেছে কবে ফুল ফুটে
তুই কেন বসে আছিস ভরদুপুরে,
চিকিমিকি রৌদ্র মিষ্টি প্রেমের পদ্য
ঝরে গেছে হীম শিশিরে।
তুই কেন তাকাস এলোকেশী মেয়ে
বৃথা চেষ্টায় অপলক দৃষ্টিতে চেয়ে।
(০৬)
অভিমান
স্রোতের মতো সময় বয়ে যায় আপন খেয়ালে
তবু কিছু স্মৃতি কিছু কথা কিছু পরিচয় পিছু টানে,
ভালোবাসার স্মৃতিসৌধ বেদনার রঙে রাঙায়
রৌদ্র আর বৃষ্টির কিছু অভিমানে।
মাঝরাতে ঝিঁঝি পোকা বিরহের গান গায়
সুদূরে চাঁদপরী ফিরে ফিরে চায়।
দৈনিক কালের চিত্র 06 নভেম্বর 2021
দৈনিক আজকের প্রত্যাশা 05 নভেম্বর 2021
(০৭)
ভালোবাসার বিনিময়
অল্পদিনের পরিচয়ে কেউবা আসে এ জীবনে
স্বপ্নবেঁধে হৃদয়জুড়ে কেউবা যায় হারিয়ে,
হয়তো কেউবা থেকে যায় হৃদয় দর্পণে
শুধু একটা ভালোবাসার বিনিময়ে।
তাইতো তোমায় স্মরণ করি শুধু ক্ষণেক্ষণে
তুমি যেনো না হারিয়ে যাও কোন অকারণে।
দৈনিক মানভূম সংবাদ(ভারত)20 নভেম্বর 2021
(০৮)
প্রেমের প্রদীপ
প্রেমের প্রদীপ ধিকধিক করে অন্তরে জ্বলে
মোমের মতো হাসতে হাসতে বরফ গলে,
ইচ্ছে নদীতে সাঁতার কাটে হাবুডুবু খায় দুজনে
একটা রঙিন পৃথিবী স্বপ্নদেখে উরুউরু মনে।
রাতে ঘুম আসে না সেলফোনে কথায় কথায়
প্রতীক্ষার শেষ নেই নীরব ব্যথায়।
দৈনিক মানভূম সংবাদ(ভারত)25 নভেম্বর 2021