(০১)
টাপুরটুপুর

মেঘলা আকাশ সকাল দুপুর
বৃষ্টি পরে টাপুরটুপুর,
একলা বসে ঘরের কোণে
হাজার স্মৃতি পড়ে মনে।

রিমঝিম বর্ষা দিনে
কথা হয় বৃষ্টির সনে,
কদম ফুল হাসে
কলমিলতা ভাসে।

ছেলেরা সব ভাসায় ভেলা
জলের উপর করে খেলা,
মেয়েদের সখ পুতুল খেলা
আনন্দতে কাটে বেলা।

দৈনিক সময়ের আলো ১০ জুলাই ২০২১ ইং

(০২)
বোয়াল মাছের বিয়ে

বোয়াল মাছের বিয়ে
নাও নিয়ে গেল টিয়ে,
ইচ্ছে নদীর তীরে
খলসে মাছের মেয়ে।

ব্যাঙেরা সব বাজনা বাজায়
এসে দলে দলে,
দারিকা পুঁটি নাচে গায়
গাঙ্গের নতুন জলে।

কত্ত আনন্দ মৎস্য কূলে
কনের বাড়ি সাজিয়েছে,
রকমারি সব ফুলে ফুলে
বর এসেছে বর এসেছে।

বরের টোপর নিয়ে গেল
উড়ন্ত এক চিলে,
বোয়াল মাছ খেপে গিয়ে
পুরোহিত কে খেলো গিলে।

দৈনিক করতোয়া ১০ জুলাই ২০২১ ইং

(০৩)
সমালোচনা

চড়াই টার বড়াই দেখে
থাকসি আমি দূরে,
দোয়েল টিয়া ময়না শ্যামা
ডাকছে সুরে সুরে।

ও ভাই ভাই মাছরাঙ্গা
মনটা কেন ভার,
তোমার কিছু হারিয়ে গেছে
এই দীঘির পাড়।

না না আমার হয়নি কিছু
পাইনি কোন ব্যাথা,
চড়াই টার বড়াই দেখে
বলছি নাকো কথা।

চড়াই টার ভাব বেড়েছে
কদিন ধরে দেখছি,
শাক কচু যে আমরা বলে
খাতায় ভরে লিখছি।

ছিঃ ছিঃ বন্ধু ও করেছে রে
এমন বদ ভাষা,
শালা একটা গাঁজাখোর যে
মূর্খ একটা চাষা।

দৈনিক ফুলকি ১২ জুলাই ২০২১ ইং

(০৪)
হাঁসের ছানা ও ব্যাঙ

হাঁসের ছানা হাঁসের ছানা
তোমরা কোথায় যাও,
বৃষ্টি জলে কত্ত মজা
গা ভিজিয়ে নেও।

আমরা কত্ত মজা করছি
দারিকা পুঁটি ধরে খাচ্ছি,
বৃষ্টি জলে কী মজা
খুব আনন্দ পাচ্ছি।

ব্যাঙ ভাই ব্যাঙ ভাই
মা'র আছে মানা,
আমরা যে হতে চাই না
তোমাদের প্রিয় খানা।

পালাও পালাও প্যাঁক প্যাঁক
আসছে ব্যাঙ দিয়ে ডাক।

দৈনিক যুগের আলো ০৮ জুলাই ২০২১ ইং
পাক্ষিক আমাদের গল্পকথা ১৯ জুলাই ২০২১ ইং

(০৫)
ব্যাঙের সর্দি

হোলা ব্যাঙের সর্দি
মাসি বলে আর কাঁদে,
কোথায় পাবে বৈদ্য
ছেলেটা পড়েছে মৃত্যু ফাঁদে।

তোরা কে কোথায় আসিস
আয় তো দেখে যা,
সারাদিন হাঁচি ফেলছে
জ্বরে পুড়ে যায় গা।

তাই না শুনে ট্যাংরা পুঁটি
মিসকি মিসকি হাসে,
জলের ভেতর হোলা ব্যাঙ
বুড়োর মতো কাশে।

দৈনিক মেহেরপুর প্রতিদিন ০৩ জুলাই ২০২১ ইং
দৈনিক রূপসী বাংলা ০৩ জুলাই ২০২১ ইং
দৈনিক কালের চিত্র ০৩ জুলাই ২০২১ ইং
সাপ্তাহিক দাঁদড়(ভারত)০৪ জুলাই ২০২১ ইং
দৈনিক ফুলকি ০৫ জুলাই ২০২১ ইং

(০৬)
হোলা ব্যাঙের বিয়ে

বৃষ্টি বাদল দিনে
হোলা ব্যাঙের বিয়ে,
ছাতা মাথায় দিয়ে
সোনা ব্যাঙের মেয়ে।

তাক্ ধুম ধুম তাক্
বাজে ঢুলি ঢাক,
দোয়েল টিয়া ময়না নাচে
বর যাত্রীর সাথ।

ইঁদুর বিড়াল শিয়ালেরা
দেখতে আসে বিয়ে,
চোখ মেলিয়ে বর চায়
লম্বা দুটি পায়ে।

সাপ্তাহিক বজ্রকথা ২৭ জুন ২০২১ ইং
দৈনিক মুণ্সীগঞ্জের খবর ০৩ জুলাই ২০২১ ইং
দৈনিক ভোরের দর্পণ ০৬ জুলাই ২০২১ ইং
সাপ্তাহিক মণ্ডা ০৬ জুলাই ২০২১ ইং

(০৭)
বর্ষার ছড়া

মেঘলা আকাশ সকাল দুপুর
বৃষ্টি পরে টাপুরটুপুর,
একলা বসে ঘরের কোণে
হাজার স্মৃতি পড়ে মনে।

রিমঝিম বর্ষা দিনে
কথা হয় বৃষ্টির সনে,
কদম ফুল হাসে
কলমিলতা ভাসে।

ছেলেরা সব ভাসায় ভেলা
জলের উপর করে খেলা,
মেয়েদের সখ পুতুল খেলা
আনন্দতে কাটে বেলা।

দৈনিক মানবকণ্ঠ ২৫ জুন ২০২১ ইং
দৈনিক কালের চিত্র ২৬ জুন ২০২১ ইং
দৈনিক মেহেরপুর প্রতিদিন ২৬ জুন ২০২১ ইং
দৈনিক ফুলকি ২৮ জুন ২০২১ ইং
দৈনিক সিলেটের ডাক ০১ জুলাই ২০২১ ইং
দৈনিক মুন্সীগঞ্জের খবর ২৬ জুলাই ২০২১ ইং