(০১)
নজরুল তুমি
নজরুল তুমি বিদ্রোহী কবি
শোষণের কবি নীপিড়নের কবি,
প্রাণের কবি গানের কবি
তুমি সাম্যের কবি।
তুমি মা মাটি মানুষের কবি
সকলের প্রিয় নজরুল,
প্রেমের কবি বিরহের কবি
তুমি কবি বুলবুল।
দৈনিক যুগের আলো ২৬ মে ২০২১ ইং
দৈনিক সিলেটের ডাক ২৭ মে ২০২১ইং
সাপ্তাহিক জন্মভূমি(যুক্তরাষ্ট্র) ২৭ মে ২০২১ ইং
(০২)
বিদ্রোহী নজরুল
খুকু এঁকেছে রঙতুলিতে
ঝাঁকড়া চুলের নজরুল,
আলোয় ঘেরা এক সমুদ্র
গানের পাখি বুলবুল।
কত লিখেছে গল্প প্রবন্ধ
উপন্যাস ছড়া কবিতা গান,
দু'হাতে তার বাঁশির সুরে
গাইছে সাম্যের জয়গান।
সব মানুষের কবি তিনি
এক উজ্জীবিত ফুল,
বাংলাদেশের প্রিয় কবি
বিদ্রোহী নজরুল।
দৈনিক ভোরের দর্পণ ২৫ মে ২০২১ ইং
দৈনিক মানভূম সংবাদ ২৮ মে ২০২১ ইং
সাপ্তাহিক জন্মভূমি(যুক্তরাষ্ট্র) ২৭ মে ২০২১ ইং
(০৩)
কবিগুরু
কবিদের গুরু বলে
যাকে আমরা চিনি,
নদীর মতো ছড়িয়ে আছেন
সাহিত্য কর্মে তিনি।
এক নামেতে সবাই চিনি
কবিগুরু বরীন্দ্রনাথ ঠাকুর,
গল্প কবিতা উপন্যাস ছড়া গানে
পড়িয়েছিলেন নব সোনার নূপুর।
অনেক বড় মানুষ তিনি
বিশ্ব জোড়া তার খ্যাতি,
জ্ঞানের আলো জ্বালিয়ে ছিলেন
যেন নিভিয়ে দিয়ে বাতি।
দৈনিক খোলা কাগজ ০৮ মে ২০২১ ইং
দৈনিক যুগের আলো ২০ মে ২০২১ ইং