(০১
শুভ নববর্ষ

নতুন সূর্যে নতুন আলো
নতুন দিন আসুক ভালো,
নতুন সুরে নতুন গানে
নতুন বর্ষ কাটুক ভালো।

এই আশাতে এই বিশ্বাসে
কাটুক বিষাদ আসুক হর্ষ
প্রতিটা দিনে প্রতিটা ক্ষণে
সমৃদ্ধ হক শুভ নববর্ষ।

সাপ্তাহিক চলমান বার্তা ১১ এপ্রিল ২০২১ ইং
দৈনিক আলোকিত সকাল ১৪ এপ্রিল ২০২১ ইং
দৈনিক মুণ্সীগঞ্জের খবর ১৭ এপ্রিল ২০২১ ইং
দৈনিক পশ্চিমাঞ্চল ২৪ এপ্রিল ২০২১ ইং

(০২)
আম কুড়ানো

শন্ শনা শন্ শন্
ঐ ঝড়ি উঠেছে শুন,
দেয়া ডাকে বিজুলি নাচে
আম কুড়ানোর মৌসুম।

বৃষ্টি ঝড়ে বৃষ্টি ঝড়ে
খড়ের চাল উড়ে,
জ্যৈষ্ট মাসে আম পেকেছে
টাপুর টুপুর পড়ে।

বাড়ির পাশে উঠান তীরে
কত্ত আমের গাছ,
খোকা-খুকির সবার প্রিয়
আম কুড়ানোর সাধ।

দৈনিক মানবকণ্ঠ ২৩ এপ্রিল ২০২১ ইং
দৈনিক জয়পুরহাট খবর ২৯ এপ্রিল ২০২১ ইং

(০৩)
কৃষকের হাসি

ঐ দেখা যায় ছোট্ট গাঁ
মেঠো পথের ধারে,
বিলের তীরে নৌকা বাঁধা
কৃষক সারে সারে।

পাড় হয়ে আসে গাঁয়ের পথে
নৌকা ভেসে ভেসে,
ধানের বোঝা মাথায় নিয়ে
কৃষক ফিরে দেশে।

দুই ধারে দুই বাঁশের খুঁটি
খেজুর গাছের পিড়ে,
কৃষকেরা ধান পিটে
উঠানের তীরে।

শূন্য গোলা ধানে ভরে
কৃষকের মুখে হাসি,
এই নিয়ে মধুর খুশি
সারা দেশবাসী।

দৈনিক ফুলকি ২৬ এপ্রিল ২০২১ ইং
দৈনিক জন্মভূমি ০১ মে ২০২১ ইং

(০৪)
পূজার খুশি

পূজার খুশি রাশিরাশি
আসে বছর ফিরে,
মন্দিরেতে ঘণ্টা বাজে
মিষ্টি মধুর সুরে।

দু'চোখ জুড়ায় দুর্গামার
রকমারি সাজে,
নিত্যনতুন অতিথিরা
মন্দিরেতে আসে।

ঢাক বাজে শঙ্খ বাজে
আরতির তালে,
তাই না দেখে খোকাখুকি
নাচে তালে তালে।

দৈনিক করতোয়া, ২৪ অক্টোবর ২০২০ ইং

(০৫)
শহিদ ভাইয়ের দান

আমার কাছে বাংলা ভাষা
ভাইয়ের সেরা দান,
এই ভাষাতে গাইতে পারি
দুঃখ-সুখের গান।

করতে পারি মান-অভিমান
বলতে পারি কথা,
তোমাদের জন্য বুকের ভিতর
করে ভীষণ ব্যথা।

তোমরা রয়েছো অমর হয়ে
বাংলাদেশের বুকে,
বঙ্গজাতির বাংলাভাষায়
থাকবে সবার মুখে।

আমার কাছে মাতৃভাষা
মানব জাতির শ্রেষ্ঠ উপহার,
স্বর্গ থেকে মর্ত্যে আসা
একটি মণিহার।

সাপ্তাহিক আগ্নীবীণা,১১ ফেব্রয়ারি ২০২১ ইং
সাপ্তাহিক বজ্রকথা,২১ ফেব্রয়ারি ২০২১ ইং
সাপ্তাহিক ছড়ার আসর,২১ফেব্রয়ারি ২০২১ ইং

(০৬)
অগ্নিঝরা মার্চ

মার্চেরই সাত তারিখে
বঙ্গবন্ধু দিয়েছিলো এক ডাক,
অগ্নিঝরা সেই ভাষণে
কেঁপেছিলো সমগ্র পাক।

বাঙালিদের রুখতে পাকবাহিনী
ষড়যন্তের নীলনকশা ত্রেঁকেছিলো,
রাতের অন্ধকারে বাঙালির উপর
গোপনে ঝাঁপিয়ে পড়েছিলো।

বীর বাঙালি ক্ষেপেগিয়ে
ধরলো হাতে মেশিনগান,
সমগ্র বাঙালির ঐক্যবদ্ধতায়
পাকহানাদর হলো খানখান।

দৈনিক মুণ্সীগঞ্জের খবর,১৩ মার্চ ২০২১ ইং
দৈনিক মানভূম সংবাদ(ভারত) ২৬ এপ্রিল ইং

(০৭)
শেখ মুজিবের ছবি

খুকু এেঁকেছে নিপুণ হতে
শেখ মুজিবের ছবি,
অগ্নি পুরুষ ছিলেন তিনি
রাজনৈতিক এক কবি।

বিশাল এক জন সমুদ্রে
বজ্রকণ্ঠে দিচ্ছে এক ভাষণ,
বুকের ভিতর বাংলাদেশের
স্বপ্ন করে অঙ্কন।

রক্ত যখন দিয়েছি আরো দিব
এটাই তার মুখ্যকথা,
নয় মাস যুদ্ধ শেষে আমরা
পেলাম স্বাধীনতা।

দৈনিক মুণ্সীগঞ্জের খবর,১৩ মার্চ ২০২১ ইং


(০৮)
বইমেলা

চলরে রে সবাই চল
বই মেলাতে চল,
মজার কত্ত বই পাবি
কচিকাঁচার দল।

গল্প ছড়া কত কি
ভূতের আঁকা ছবি,
শুক্রবারে আনন্দ কি
তোরা সবাই যাবি।

দৈনিক করতোয়া,২০ মার্চ ২০২১ইং

(০৯)
খোকা

সকল মায়ের খোকা যিনি
তার কাছেতে সবাই ঋণী,
এক নামেতেই সবাই চিনি
স্বাধীনতার কবি তিনি।

সে একাত্তরে শুনিয়ে ছিলো
আমাদের স্বাধীনতার কথা,
রক্ত যখন দিয়েছি আমরা
আবার দিব যথা।

মানব না আর শাসন বারণ
পশ্চিম পাকিস্তানের,
ভাই ও বোনেরা তৈরী থাকো
বাঁচাও ঘর ও মানের।

সেই ডাকেতেই স্বাধীন হলো
আমাদের দেশ মাতা,
সেই কথাটাই বলছি আমি
থেকে স্মৃতির পাতা।

দৈনিক সমাজের কথা,২৬ মার্চ ২০২১ ইং

(১০)
বঙ্গবন্ধু

হাজার যুগের শ্রেষ্ঠ বাঙালি
তুমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,
এ ভূ-খন্ডের নিশ্বাসে প্রশ্বাসে রয়েছো
উজ্জ্বল নক্ষত্র রুপে বহমান।

তুমি এক উত্তাল সমুদ্রের দৃশ্যপট
তুমি বাঙালি জাতির গৌবর,
তোমার হৃদয়ে লুকিয়ে ছিলো
হাজার ফুটন্ত ফুলের সৌরভ।

তোমার ডাকে আমরা পেলাম
স্বাধীন একটা দেশ,
স্বর্ণ অক্ষরে তোমার আরেক নাম
সোনার বাংলাদেশ।

আজকের প্রত্যাশা, ২ এপ্রিল ২০২১ ইং